November 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 22nd, 2025, 2:45 pm

জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি: মির্জা ফখরুল

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দশ বছরে ফ্যাসিবাদবিরোধী কোনো দৃশ্যমান ভূমিকা রাখেনি জামায়াত।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব হয়। ছাত্র ও সাধারণ মানুষের তৈরি করা পরিবর্তনের সুযোগকে তারা কাজে লাগাতে চান।

তিনি আরও বলেন, প্রায় ১৫–১৬ বছর ধরে একটি দানবীয় সরকার দেশ শাসন করেছে। নিজেদের লোককে বসানোর মাধ্যমে সব সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি বরাবরই ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এসেছে।

এ সময় তিনি প্রশ্ন করেন, ‘এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, ইমাম, উলামা ও বিদ্বান পণ্ডিত থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় ও পাপ কেন? মানুষ এত চুরি-দুর্নীতি করে কেন? একটি মসজিদ নির্মাণে মানুষের যে আগ্রহ—একজন ভালো মানুষ গড়ার ক্ষেত্রে সেই আগ্রহ কোথায় হারিয়ে যায়?’

জামায়াতকে সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘গত ১০ বছরে ফ্যাসিবাদবিরোধী কোনো কার্যকর ভূমিকা তারা পালন করেনি। এতদিন পিআর-এর কথা বলার পর এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়া ইসলামে সমর্থনযোগ্য নয়।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

এনএনবাংলা/