November 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 22nd, 2025, 3:20 pm

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: ইশরাক

 

ঢাকা–৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সতর্কবার্তা দেন।

ইশরাক অভিযোগ করেন, শেখ হাসিনা  গুপ্ত সন্ত্রাসীদের ব্যবহার করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। তার মতে, অভ্যন্তরীণ মতপার্থক্য আন্দোলনকে দুর্বল করে দেয় এবং জুলাই আন্দোলনের সব দল ঐক্যবদ্ধ থাকতে না পারলে বহিঃশত্রুরা দেশকে করদ রাষ্ট্রে পরিণত করতে পারে।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশকে করদ রাষ্ট্রে পরিণত করার কোনও সুযোগ দেওয়া যাবে না। দেশের স্বার্থে সব ধরনের বিভেদ ভুলে এগিয়ে যেতে হবে।

এনএনবাংলা/