রাজধানী ঢাকায় শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থার অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭।
রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা কম্পন অনুভূত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ঢাকায় ভূমিকম্প হয়েছে কি না, এ বিষয়টি তারা এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না। সিসমিক সেন্টার থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে ৩.৩ মাত্রার একটি ভূমিকম্পও রাজধানীতে অনুভূত হয়। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
উল্লেখ্য, শুক্রবার সকালেও ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী উপজেলা। ওই ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের লক্ষণ, ঝুঁকিতে বাংলাদেশ-ভারত
বারবার ছোট ছোট ভূমিকম্প কিসের ইঙ্গিত?
নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হতে পারে: জামায়াতের আমির