November 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 22nd, 2025, 6:54 pm

একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ: সিইসি

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তিনি বলেন, এমন মুখোমুখি পরিস্থিতির সম্মুখীন পূর্ববর্তী নির্বাচন কমিশন কখনও হয়নি।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজনে নির্বাচন বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে যাতে একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে পারে। আগামী সপ্তাহে গণভোটের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। আইন পাশ হলে কমিশন গণভোটের প্রস্তুতি শুরু করবে।

তিনি আরও বলেন, আগের নির্বাচন কমিশনকে এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি, কিন্তু বর্তমান কমিশন সব প্রক্রিয়া আইন মেনে কার্যক্রম চালাচ্ছে। “আমাদের দ্বিতীয় কোনো বিকল্প নেই,” যোগ করেন তিনি।

নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা বিশাল উল্লেখ করে সিইসি বলেন, সাম্প্রতিক দুই-তিন দিনে এই প্রত্যাশা আরও স্পষ্টভাবে বোঝা গেছে। যা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, তবে মূল লক্ষ্যই জাতিকে স্বচ্ছ ও ন্যায্য নির্বাচন উপহার দেয়া। এই প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোর কাছেও রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমাদের লক্ষ্য ফ্রি ও ফেয়ার ইলেকশন; এর বেশি নয়, কমও নয়। এ বিষয়ে আমাদের দৃঢ় আত্মবিশ্বাস রয়েছে।”

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা মসৃণ নয়, তবে স্বচ্ছ নির্বাচন সম্পন্ন হলে সব পরিস্থিতি শান্ত হবে বলে তিনি বিশ্বাস করেন। সিইসি আশা প্রকাশ করেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা দায়িত্বশীল ও বিজ্ঞ হবেন।

এনএনবাংলা/