November 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 22nd, 2025, 7:25 pm

নিষ্ক্রিয় করিডোর নয়, বাংলাদেশ আত্মবিশ্বাসী হয়ে চলতে চায়: পররাষ্ট্র উপদেষ্টা

 

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ নিজেকে একটি সক্রিয়, সার্বভৌম ও দায়িত্বশীল আন্তর্জাতিক প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তিনি বলেন, বাংলাদেশ শুধুমাত্র নিষ্ক্রিয় করিডোর হিসেবে থাকবেনা, বরং আত্মবিশ্বাসী হয়ে আন্তর্জাতিক মঞ্চে কার্যকর অংশগ্রহণ করবে। প্রয়োজনে দেশটি দৃঢ়ভাবে কথা বলবে এবং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সবসময় উৎপাদনশীল অংশীদার হিসেবে কাজ করবে।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের অংশীদারিত্ব অবশ্যই বাস্তবিক সুবিধা দেওয়া উচিত, কেবল প্রতীকী নয়। শক্তির জ্যামিতিতে যারা থাকবেন, তারা বড় ও মধ্যবিত্ত শক্তির সঙ্গে সমানভাবে সম্পৃক্ত হবেন, তবে সিদ্ধান্তগুলো হবে জাতীয় স্বার্থ, সার্বভৌম সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগর অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং বাংলাদেশ এখানে সক্রিয় ও আত্মবিশ্বাসী ভূমিকা রাখতে চায়।

স্থিতিশীলতার প্রেক্ষাপটে তিনি বলেন, বিশ্বজুড়ে সংকট ব্যবস্থাপনার অভাব লক্ষ করা গেছে—ইউক্রেন, গাজা, সুদান থেকে মিয়ানমার পর্যন্ত। বাংলাদেশ ভঙ্গুরতার মূল্য বোঝে। আমরা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গার জন্য দরজা খুলে দিয়েছি, জাতিসংঘ শান্তি মিশনে অবদান রেখেছি, এবং মানবিক সংকট কত দ্রুত বৃদ্ধি পেতে পারে তা জানি।

তিনি বলেন, স্থিতিশীলতা কেবল আঞ্চলিক নয়, এটি একটি বিশ্বব্যাপী অপরিহার্যতা। এজন্য কার্যকর বহুপাক্ষিক ও আঞ্চলিক প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি, যা শুধু কথায় নয়, কর্মকাণ্ডে রূপান্তরিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সিজিএসের সভাপতি জিল্লুর রহমান, এবং সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী।

এনএনবাংলা/