November 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 22nd, 2025, 7:31 pm

তারেক রহমান জনগণের আশা-ভরসার প্রতিচ্ছবি- প্রিন্স

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান জনগণের আশা-ভরসার প্রতিচ্ছবি। তৃণমূলের মাটিতে শেকড় গেঁথে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যন্ত এক অদম্য যাত্রায় তারেক রহমান পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছেন। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে তাঁর দূরদর্শিতা, কৌশল ও আধুনিক রাজনীতির মডেল জাতীয় পর্যায়ে সৃষ্টি করেছে নতুন গতিপথ। জনগনের প্রতি তারেক রহমানের ওপর আস্থা রেখে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের ঘাঁশীগাও বাজারে গণসংযোগ শেষে পথ সভায় বক্তব্য রাখছিলেন।

এর আগে ঘাঁসিগাও বাজারে গণ সংযোগকালে তিনি তারেক রহমানের ৩১ দফা, জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং ধোবাউড়া-হালুয়াঘাটের উন্নয়নে তাঁর নিজস্ব কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরণ করেন। বিপুল সংখ্যক জন সাধারণের উপস্থিতিতে পথ সভা জন সমাবেশে পরিণত হয় ।

সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে বরং উন্নয়ন নিয়ে রাজনীতি করে না। ক্ষমতায় এসে উন্নয়নে দলীয়করণ নয়, সকল এলাকার সর্বজনীন, সুষম ও সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবে বিএনপি।

তিনি আরো বলেন, গারো পাহাড়ের পাদদেশে চির অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়ার সব সময় কাংক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আলোর নীচে অন্ধকার জনপদে পরিনত হয়েছে। এই অবস্থা চলতে দেয়া যায় না। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের অবসানের পর নতুন রাস্ট্র কাঠামোতে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। নতুন আশা আকাংখার সৃষ্টি হয়েছে  ।

“আলোকিত হালুয়াঘাট-ধোবাউড়া গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।  সমাজ বা রাজনৈতিক বৈরিতা কোন এলাকার উন্নয়নে সহায়ক নয়। বিভাজনমূলক রাজনীতি’ পরিহার করে ঐক্যের পথে আসতে হবে।

হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও  স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য আবদুল ঘাশীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান, শাকুয়াই ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইঊনূস আলী খান, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা ছাত্র দলের আহবায়ক নাঈমুর আরেফিন পাপন, ইউনিয়ন বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ, হারান ভট্টাচার্য, মোস্তাফিজুর রহমান খান, আবুল কালাম, আমিনুল ইসলাম, রেজাউল করিম, আবদুল জব্বার, এমদাদুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।