November 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 22nd, 2025, 7:38 pm

আগে গণভোট পরে নির্বাচন -মাওলানা এটিএম মাসুম

মুরাদনগর প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেছেন, প্রথমে গণভোট, তারপর জাতীয় নির্বাচন; অন্যভাবে হলে নির্বাচন হবে না।’‘জুলাই সনদের ভিত্তিতে জনগণ আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, এ কথায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পক্ষ থেকে আমরা চাই এই সনদকে আদর্শ অনুযায়ী এবং পরে গণভোটের মাধ্যমে সাংবিধানিক মর্যাদা দেওয়া হোক।’

তিনি কুচক্রী মহলকে সতর্ক করে বলেন, ‘যারা দেশকে সঠিক পথে চলতে দেয়নি, তারা এখনো এই দেশকে সঠিক পথে চলতে দেবে না। আমরা এই চক্রান্ত বুঝতে পেরেছি। তাই আমাদের আন্দোলন রাস্তায় নেমে আরো শক্তিশালী হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় নগরীর ফানটাউনে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকণ সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার রুকন সম্মেলন জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান এডভোকেট এর সভাপতিত্বে  সেক্রেটারী

ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী পরিচালনায়

সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. আবুল কালাম আজাদ বাশার।সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি  জেলা সহকারী সেক্রেটারি ডা: আব্দুল মুবিন, মাহফুজুর রহমান, জামায়াত নেতা অধ্যক্ষ শফিকুল আলম হেলাল প্রমুখ।