জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
শ্রীমঙ্গলে সাবেক ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের একটি রেস্টুরেন্টের হল রুমে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোবারক হাসান লুপ্পার সঞ্চালনায় সভায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না, সৈয়দ সালাউদ্দিন, উপজেলা বিএনপি’র সদস্য বাদশা মিয়া কাজল, মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুজিবুর রহমান তপন, উপজেলা যুবদলের সদস্য সচিব টিটু আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন ও সাবেক ছাত্র নেতা মোরাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম জাহান, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তইয়বুর রহমান, পৌর ছাত্র দলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ ও সাবেক ছাত্র নেতা জালাল আহমেদসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন
গঙ্গাচড়ায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপন
তিস্তাকে ঘিরে নতুন জাগরণ: এক নদী, এক অঞ্চল, এক স্বপ্নের যাত্রা
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিভিন্ন মাদকসহ মোটরসাইকেল জব্দ