নাটোর প্রতিনিধি
নাটোর শহরের আলাইপুরে চুরি মামলায় জেলখানার এক কারারক্ষীসহ তিনজন গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্প্রতিবার (২০নভেম্বর) দুপুরে এবং রাতে নাটোর ও রাজশাহী থেকে গ্রেফতার করা হয়।এসময় চুরিকৃত মালের মধ্যে ২ টি স্বর্ণের আংটি (ওজন ৪ আনা ৪ রতি) উদ্ধার করা হয়। এদিকে শুক্রবার দুপুরের দিকে আদালদের মাধ্যমে তাদেরকে জেলাখানায় প্রেরণ করা হয়েছে।
এরা হলো, শহরের উত্তর চৌকিরপাড় (ডোমপাড়া মাঠ), মহল্লার মৃত সমশের প্রামানিকের ছেলে মিন্টু ওরফে কালু (৪৫), রাজশাহী শাহমখদম থানা এলাকার মৃত সোলেমান শেখের ছেলে ও মহানগরীর বায়া বাজারের বাদশা জুয়েলার্সের এর মালিক আলমগীর বাদশা (৩৮), এবং নাটোর জেলখানার কারারক্ষী ও রাজশাহীর এয়ারপোর্ট, এলাকার পাকুরিয়া গ্রামের ইয়ানুছ সরকারের ছেলে ইউসুফ হোসেন ইমনকে (২৯) গ্রেফকার করা হয়।
পুলিশ ও মামলার বাদী সুত্রমতে গত ১৯ নভেম্বর রাতে নাটোর শহরের আলাইপুর মহল্লার শফিকুল ইসলামের বাড়িতে চুরি হয়। এতে ১০টি স্বর্ণের আংটি, দুটি বালা এবং নগদ ৩২ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে ঐচোরের দল । পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষন এবং গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্প্রতিবার দুপুরে প্রথমে শহরের উত্তর চৌকিরপাড় মহল্লার মিন্টু ওরফে কালুকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফকার করে পুলিশ।
পরে তার দেয়া তথ্যমতে ওই দিন বিকালে রাজশাহী মহানগরীর বায়া বাজারের বাদশা জুয়েলার্সের এর মালিক আলমগীর বাদশাকে দোকান থেকে এবং রাতেই কারারক্ষী ইউসুফ হোসেন ইমনকে নাটোর জেলখানা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে শুক্রবার দুপুরের দিকে আদালদের মাধ্যমে জেলাখানায় প্রেরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জানান নাটোরের জনগণের জীবন ও সম্পত্তি নিরাপত্তা বিধানে নাটোর জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক নাটোর শহরে সংগঠিত কয়েকটি চুরির ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে গভীর তদন্ত অব্যাহত রয়েছে৷
উল্লেখ্য শহরের আলাইপুরের বাসিন্দা শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে ২০/১১/২০২৫ ইং, তারিখে- নাটোর থানা মামলা নং-২৬, ধারা ৩৮০ একটি মামলা দায়ের করে।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার