November 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 22nd, 2025, 7:58 pm

গঙ্গাচড়ায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

গঙ্গাচড়া উপজেলা অসকস বাংলাদেশে (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) এর উদ্যোগে সশস্ত্রবাহিনী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও সংবর্ধনা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা অসকস উপজেলা শাখার সভাপতি ও জেলার সিনিয়র সহ-সভাপতি এবং কেন্দ্রীয় সহ-সভাপতি সার্জেন্ট গোলাম রব্বানী, সিগন্যালস (অবঃ) এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড গঙ্গাচড়ার চেয়ারম্যান আখেরুজ্জামান মিলন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা ও জেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান। অসকস উপজেলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলার যুগ্ন পরিকল্পনা বিষয়ক সম্পাদক সার্জেন্ট নুরুল হক, সিএমপি (অবঃ) এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অসকস এর সদস্যবৃন্দ এবং অসকস এর সকল সদস্যকে অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সশস্ত্রবাহিনী পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করা হয়। এছাড়া পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।