চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করলে ‘নির্বাচন জেনোসাইড’ হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্যই তারা নির্বাচনের দিন গণভোট চান না বলেও স্পষ্ট করেন তিনি।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে অনুষ্ঠানে তিনি বলেন, আমরা অবাস্তব কোনো দাবি করছি না। স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ এখন প্রাসঙ্গিক নয়। আমি ব্যক্তিগতভাবে জামায়াতের বিজয় চাই না, চাই জনগণের বিজয়। নির্বাচনের দিন গণভোট হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
আগামী বছরের ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে তিনি মন্তব্য করেন, এখনো দেশে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। তার ভাষায়, লেভেল প্লেয়িং ফিল্ড আমাদেরই তৈরি করতে হবে। যথাসময়ে নির্বাচন না হলে দেশ আরও সংকটে পড়বে।
জোট রাজনীতি প্রসঙ্গে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে জোটে না গেলেও জামায়াত বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে পারে।
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ আজ ইতিহাসের এক মোড়ান্ত মুহূর্তে দাঁড়িয়ে আছে। অতীতেও বহু সুযোগ এসেছে, কিন্তু যাদের দায়িত্ব ছিল তারা সেই সুযোগের সদ্ব্যবহার না করে অপব্যবহার করেছে। তিনি আরও বলেন, সৎ নেতৃত্ব, ভিশন ও আন্তরিকতার ঘাটতির কারণে বারবার সম্ভাবনা নষ্ট হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর যে নতুন সুযোগ তৈরি হয়েছে, তা হারানোর সুযোগ নেই।
পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির। তিনি আশ্বস্ত করে বলেন, এই দাবিটি জনগণের। ক্ষমতায় গেলে আমরাই পিআর বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তাদের কাছে জাতির জন্য ইতিবাচক কর্মপরিকল্পনাই প্রধান। কাউকে খোঁচানো বা কারও খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই, যোগ করেন তিনি।
এর আগে দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদরাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলেই তিনি আশা করেন। তার বক্তব্যে ছিল, জনগণের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে, পেশিশক্তির কোনো ব্যবহার হবে না। কেউ ভোট নস্যাৎ করার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, সব ধরনের জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে—কারও রক্তচক্ষুকে ভয় করলে চলবে না।
এনএনবাংলা/

আরও পড়ুন
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের লক্ষণ, ঝুঁকিতে বাংলাদেশ-ভারত
বারবার ছোট ছোট ভূমিকম্প কিসের ইঙ্গিত?
ভূমিকম্পের উৎপত্তি স্থল রাজধানীর বাড্ডা: আবহাওয়া অধিদপ্তর