November 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 23rd, 2025, 2:53 pm

ভূমিকম্প ঝুঁকি: দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ

 

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় দেশের সব তেল ও গ্যাস কূপে খনন (ড্রিলিং) কার্যক্রম সাময়িকভাবে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে গ্রাহক পর্যায়ে জ্বালানি সরবরাহে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

রোববার (২৩ নভেম্বর) এ নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পের প্রেক্ষাপটে তেল-গ্যাস কূপের কার্যক্রম যেন ভূমিকম্পের ওপর অতিরিক্ত কোনো প্রভাব না ফেলে তা নিশ্চিত করতেই অনুসন্ধান ও খনন কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পেট্রোবাংলা জানায়, উপদেষ্টার নির্দেশনার পর আজ থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সব অনুসন্ধান কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে আবার ভূমিকম্প হলে পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এনএনবাংলা/