November 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 23rd, 2025, 3:19 pm

শিলিগুড়ির চিকেন’স নেকে সতর্কতা, গোয়েন্দা সংস্থাগুলোর জরুরি বৈঠক

 

সম্প্রতি দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা বৃদ্ধি করেছে। এর ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ‘চিকেনস নেক’ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়ির উত্তরবঙ্গস্থ ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) কার্যালয়ে ভারতীয় চার বাহিনীর গোয়েন্দা কর্মকর্তাদের এই বৈঠক হয়। এটি ছিল স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার (SMAC)-এর উদ্যোগে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা।

সূত্র জানিয়েছে, বৈঠকে বিএসএফ, এসএসবি, সিআইএসএফ, ভারতীয় সেনা, কেন্দ্রীয় সড়ক কর্তৃপক্ষ, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সহ একাধিক নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা শিলিগুড়ি করিডোরের সীমান্ত নিরাপত্তা এবং নজরদারি আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়া সীমান্তবর্তী রেলস্টেশন, মহাসড়ক এবং রেল সেতুগুলোতে নজরদারি দ্বিগুণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে প্রতিটি সংস্থা নিজ নিজ নিরাপত্তা পর্যবেক্ষণ ও সুপারিশ উপস্থাপন করেছে বলে জানা গেছে।

দেশের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগের একমাত্র করিডোর হওয়ায় শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে না দেয়ার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো বিশেষভাবে তৎপর রয়েছে।

এনএনবাংলা/