স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচন সামনে আসায় সভা-সমাবেশ ও মিছিল স্বাভাবিকভাবেই বাড়বে। তবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন তিনি।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চলমান ভূমিকম্প পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নগরীর বহু জলাশয় ভরাট হয়ে গেছে, ফলে খোলা মাঠের সংখ্যাও কমে এসেছে। সবার প্রতি বিল্ডিং কোড মেনে চলার তাগিদ দিয়ে তিনি সতর্ক করেন যে, নিয়ম না মানলে ভবিষ্যতে আরও বড় বিপদের ঝুঁকি তৈরি হতে পারে। এ বিষয়ে রাজউককে সজাগ থাকার নির্দেশনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, দেশে এখনো ভূমিকম্পের আর্লি ওয়ার্নিং ব্যবস্থাপনা নেই। কিছু দেশে এমন অ্যাপের কথা শোনা যায়, যা ১০ সেকেন্ড আগেই সতর্ক সংকেত দিতে পারে। এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করা যেতে পারে বলেও মত দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল