November 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 23rd, 2025, 4:32 pm

প্রতিপক্ষ যা-ই করুক, সংঘর্ষে যাবে না বিএনপি: আমীর খসরু

 

বিএনপি সহনশীল রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে চায়—এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর দাবি, প্রতিপক্ষ উত্তেজনা সৃষ্টি করলেও বিএনপি কোনোভাবেই সংঘর্ষের রাজনীতিতে যাবে না।

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে তারেক রহমানের দেওয়া ৩১ দফার রাষ্ট্রকাঠামো সংস্কার এবং দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রেক্ষাপট নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, “রাজনীতিতে মতের অমিল থাকতেই পারে, কিন্তু সম্মান দেখাতে হবে। সহনশীলতা ছাড়া গণতন্ত্র টিকে থাকে না। দেশে যত সংস্কারই হোক, রাজনৈতিক সংস্কৃতি না বদলালে কোনো উন্নয়নই স্থায়ী হবে না।”

তিনি জানান, তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন—কোনোভাবেই সাংঘর্ষিক রাজনীতিতে না যেতে। “ওনারা যাই করুক, আমরা সংঘর্ষের পথে যাব না—এটাই বিএনপির আগামী দিনের রাজনীতি।”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা আজ কর্মসংস্থানের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যহীন। “সবাই ম্যাট্রিক, আইএ, বিএ, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাইছে; কিন্তু দেশের ভোকেশনাল সেক্টর উপেক্ষিত।”

চীনের মডেলের উদাহরণ তুলে তিনি বলেন, “চীনে ৬০ শতাংশ শিক্ষার্থী স্কুল থেকেই ভোকেশনাল ট্রেনিং পায়। তারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশিনিস্ট হয়ে দেশকে এগিয়ে নিয়ে যায়। আমাদের দেশেও শিল্প, আইটি বা ফ্যাক্টরিতে চাকরি তৈরির জন্য স্কিল ডেভেলপমেন্ট ছাড়া বিকল্প নেই।”

আমীর খসরু জানান, বিএনপি ক্ষমতায় গেলে ভোকেশনাল ট্রেনিং, আইটি ট্রেনিং এবং শিল্পখাতে বিনিয়োগ বাড়িয়ে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে।

“ম্যাট্রিক–আইএ–বিএ পাস করা বিশাল বেকার তরুণ প্রজন্মকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মজীবনে সংযুক্ত করাই আমাদের লক্ষ্য।”

আইটি ও কল সেন্টার সেক্টরকে বড় সুযোগ হিসেবে দেখছে বিএনপি। তিনি বলেন, পাশের দেশগুলোর মতো বাংলাদেশেও কল সেন্টার ইন্ডাস্ট্রি বিশাল বাজার তৈরি করতে পারে। “লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান এই সেক্টরেই সম্ভব; এ নিয়ে আমাদের বড় কর্মসূচি আছে।”

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন ভেঙে পড়ার পর মানুষের মনে বড় পরিবর্তন এসেছে। তাদের প্রত্যাশা আজ আকাশছোঁয়া। বিএনপি সেই প্রত্যাশা ধারণ করছে—এখন আমরা রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যেই আছি।”

নেতা–কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “এখন স্লোগানের রাজনীতি নয়; যুক্তি, তথ্য ও নতুন প্রজন্মের চিন্তাধারার সঙ্গে খাপ খাইয়ে এগোতে হবে। তারেক রহমান যে নতুন ধারার রাজনীতি শুরু করেছেন, সেটাই বিএনপির ভবিষ্যৎ।”

এনএনবাংলা/