খুলনা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের দিন, গণভোট হলে ভোটাররা বিভ্রান্তির মধ্যে পড়বেন। পরিবর্তীত পরিস্থিতিতে সংশোধনের বিষয়টি আগে গণভোটে আসা উচিত। সে জন্য ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী দলগুলোর আন্দোলন অব্যাহত থাকবে। এই দাবি আদায়ের লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় সমাবেশের আয়োজন করা হবে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টাকে মিসগাইড করা হচ্ছে। এই রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে অন্তবর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসন একটি দলের নির্দেশনা মানছে। শনিবার (২২ নভেম্বর) সকালে খুলনা জেলার খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের নারী ভোটার সমাবেশে বক্তব্য শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ সব কথা বলেন।
শনিবার সকাল ১০ টায় আটরা গিলাতলা ইউনিয়নের আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যাল মাঠে এক মহিলা ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মাওলানা সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। মো. শাহাদাত হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, মো. ফরহাদ হোসেন প্রমুখ।
এদিকে সন্ধ্যায় ফুলতলা সদর ইউনিয়নের ঢাকুরিয়া সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মিয়া গোলাম পরওয়ার বলেন, তরুণরাই আগামী নির্বাচনে সরকার গঠনে মূখ্য ভূমিকা পালন করবে। প্রায় ১৩ কোটি ভোটারের সাড়ে ৪ কোটি তরুণ ভোটার। তাদের ভোটে নির্বাচিত হবে আগামীর সরকার। সুতরাং তরুণদের পালস্ বুঝে সবাইকে রাজনীতি করতে হবে। এই তরুণরাই ফ্যাসিবাদি সরকারকে হটিয়ে আমাদের নতুন করে মুক্তি এনে দিয়েছে। তাই যারা তরুণদের চাওয়া বুঝতে ব্যর্থ হবে তারাই আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। জামায়াত এই জেনজি’র আকাঙ্ক্ষাকে সামনে রেখে রাজনীতি করতে চায়। আমরা ন্যায় ও ইনসাফের একটা কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই যেখানে শিশু, কিশোর থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ, নারী-পুরুষসহ সকল শ্রেণী পেশার মানুষের চাহিদা পূরণ হবে যেখানে চাঁদার জন্য আর কাউকে জীবন দিতে হবে না, বেকারত্বের অভিশাপ নিয়ে আর কাউকে আত্মহত্যা করতে হবেনা। তাই আগামী নির্বাচনে আপনারা দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়তে সাহায্য করুন।
ভোট কেন্দ্র পরিচালক মো. জুলহাস মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা। গাজী আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, শেখ মো. আলাউদ্দিন, মাওলানা জুবায়ের হোসেন ফাহাদ, মো. শাহজাহান মোল্যা, দামোদর ইউনিয়ন আমীর ইঞ্জি. শাব্বির আহমদ, সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান, ফুলতলা ইউনিয়ন আমীর মাস্টার মফিজুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি আব্দুর রহিম খাঁন, সেক্রেটারি মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আয়েশা (রা.) ও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। তাই ন্যায়, ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে আপনাদের এগিয়ে আসতে হবে। প্রতিদিন সকাল বিকেল গ্রুপ করে করে মহিলা অঙ্গনে দাড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছাতে হবে। একদিকে পুরুষরা পুরুষদের কাছে অন্যদিকে নারীরা নারীদের কাছে ইসলামী রাষ্ট্র গড়তে দাড়িপাল্লা মার্কার দাওয়াত দেবেন এবং সাধারণ মানুষ যাতে ভুলভাল কোন মার্কাং ভোট না দেয় সেটা বুঝাবেন। তাহলে আমরা আপনারা সবাই মিলে ইসলামী রাষ্ট্র গড়তে পারব ইনশাআল্লাহ।
জান্নাতের টিকেট বিক্রি করা নিয়ে বিরোধীদের অপপ্রচারের জবাবে মিয়া পরওঢারর বলেন, জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকেট বিক্রি করেনা। তবে মহান আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কুরআনুল কারীম পাঠিয়েছেন। কুরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলি করা উচিত আর কোনগুলি বর্জন করতে হবে। আমরা মানুষের কাছে সেই কথাগুলি তুলে ধরি। বিরোধীরা কুরআন না বোঝার কারণে কোরআন না পড়ার কারণে তারা এই কথাগুলি বলে থাকে। এ সময় তিনি বিরোধীদের এ ধরণের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিভিন্ন স্থানে তালিম প্রোগ্রামে বিএনপি নেতা কর্মীদের বাঁধা প্রদানের কথা তুলে ধরে সাবেক এমপি বলেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আওয়ামী লীগ ইসলামী গণজাগরণ ঠেকাতে যেমন বিভিন্ন সময়ে জামায়াত-শিবিরকে কখন রাজাকার, কখনো জঙ্গি ট্যাগ দিত ঠিক তেমনি বিএনপি এখন সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা বর্তমানে মাহফিলে বাঁধা দেয়, মা-বোনদের তালিম প্রোগ্রামে বাঁধা দেয়। এটি করে তারা জামায়াতকে নয় মুলতঃ ইসলামকে বাধাগ্রস্ত করছে। এগুলো করে মূলতঃ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
পরে দামোদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের অফিস উদ্বোধন করেন জামায়াত সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
পরে রাতে দামোদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াত আয়োজিত অনুরূপ এক ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মাওলানা তৈয়্যেবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল হাকিম সরদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
পরে দামোদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফকিরপাড়া ইউনিটের নির্বাচনী অফিস উদ্বোধন করেন মিয়া গোলাম পরওয়ার।
এরআগে সকালে সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শিরোমণির ডাকাতিয়া গ্রামে গণসংযোগ করেন। এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটোসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাতে ডুমুরিয়ার সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসা এর ১০৫ তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।#

আরও পড়ুন
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণ বাধা দিতে গেলে বাদীপক্ষকে হত্যার হুমকি
আওয়ামী লীগ নেতা সাইনুলকে জামিনে মুক্ত করানো নিয়ে আলোচনায় জামায়াত প্রার্থী
খুলনা নির্বাচন প্রক্রিয়ায় দলের বিতর্কিতদের সাথে রাখবেন না মঞ্জু