বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নির্ধারিত সময়ে ছুটি চেয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ রোববার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ত্বরে এ বিক্ষোভ মিছিল করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীকে প্রায় এক হাজার গণ সাক্ষর সহ স্মারকলিপি জমা দেন
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা শীতকালীন ছুটি জানুয়ারিতে চাই না৷ আমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি দিতে হবে। ছুটির তারিখ পরিবর্তন করা হলো কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা ছাড়াই তারা ছুটি পরিবর্তন করে। সেটি আমরা মেনে নিব না। আমরা যথা সময়ে ছুটি চাই।
তারা আরও বলেন, জানুয়ারিতে আমাদের আমাদের ক্লাস টিউশন থাকে, ডিসেম্বরে আমরা বাড়ি গেলে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করি। তাছাড়া আমাদেরও টিউশন থাকে না। স্কুল, কলেজ বন্ধ থাকে। তাই আমরা ডিসেম্বরেই ছুটি চাই৷
এদিকে এ দাবিকে সমর্থন জানিয়ে বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ত্বরে এ বছরে ব্রাকসু এবং ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বরে ছুটি চেয়ে একাংশ সংবাদ সম্মেলন করে।

আরও পড়ুন
পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে হঠাৎ পরীক্ষা স্থগিত করায় বিপাকে হাজারো পরীক্ষার্থীবৃন্দ
বেরোবিতে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা: ৬ মাসেও কাউকে চিহ্নিত করতে পারেনি তদন্ত কমিটি
রাবিতে আওয়ামীপন্থি ডিনদের অফিসে তালা, শিক্ষার্থীদের ‘জিরো টলারেন্স’ কর্মসূচি