November 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 23rd, 2025, 4:54 pm

শতবর্ষী শ্যামাসুন্দরী খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

রংপুর ব্যুরো:

রংপুর সদর- ৩ আসনে বিএনপি কেন্দ্রীয় মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক মো:সামসুজ্জামান সামু বলেছেন, একশত বছরের মাস্টান প্লান করেছি। এর মধ্যে প্রথম হলো শ্যামা সুন্দরী খাল। এই শ্যামা সুন্দরী কে আধুনিক প্রক্রিয়ায় নিয়ে আসবো। শ্যামা সুন্দরীর পাশ দিয়ে মানুষ চলাফেরা করবে। তিনি আরও বলেন,শ্যামা সুন্দরীর পাশে বৃক্ষরোপন করা হবে। শ্যামা সুন্দরী যানবাহন চলাচলের একটি সুযোগ তৈরি করবে।  শ্যামাসুন্দরীকে সিস্টেমে আধুনিক আয়ন করবো। এই লক্ষ্যে সমৃদ্ধ রংপুর আধুনিক প্রস্তাবনা দিয়েছি। সমৃদ্ধ রংপুরে কি কি দরকার। ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া রংপুর নগরীর শতবর্ষী শ্যামাসুন্দরী খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন রংপুর-৩ সদর আসনে বিএনপি মনোনিত প্রার্থী, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু।

গতকাল  রোববার দুপুরে রংপুর নগরীর চেকপোস্ট এলাকায় শ্যামা সুন্দরী খালের পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করেন রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। শ্যামা সুন্দরী খাল রংপুর নগরীর জন্য কষ্টের বিষয়। এই শ্যামা সুন্দরী প্লান ও পরিকল্পনা করে সৌন্দর্য বর্ধন করতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তখন হয়তো আর পরিষ্কার করার প্রয়োজন নাও হতে পারে। আমরা তো ১০০ বছরের প্ল্যান নিয়ে কাজটি বাস্তবায়ন করব।  আমরা তো আধুনিক আয়ন করবো। আমার বিশ্বাস রংপুরের সর্বস্তরের মানুষ আমার সাথে আছে। ধানের শীষের সাথে আছে। এবং  আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। তার প্রধান  তারেক রহমান। তারেক রহমানকে দিয়ে তার মাধ্যমে তাকে অনুরোধ করে। রংপুর নগরীর ১০০ বছরের প্ল্যান বাস্তবায়ন করতে চাই। রংপুর নগরীর উন্নয়নে তারেক রহমান আমাদেরকে সহযোগিতা করবেন। এই বিশ্বাস নিয়ে আমরা দলের জন্য কাজ করছি। রংপুর নগরীর বর্জ্য ব্যবস্থা কিছু জায়গা আছে। ওই জায়গা অপ্রতুল। ওই জায়গা দিয়ে কাজ হবে না। আমরা এমন একটা প্ল্যান তৈরি করব। রংপুর শহরের যে সমস্ত বর্জ্য আছে সেখানে যাবে।  এবং সেখান থেকে কিছু আয় হবে। যেমন খারাপ জিনিস গুলো এক জায়গায় যাবে। অন্যান্য  প্লাস্টিক এক জায়গায় যাবে। কাগজ এক জায়গায় যাবে। ওরকম একটা আধুনিক প্ল্যান তৈরি করব। যার মাধ্যমে ভবিষ্যতে রংপুর নগরীর বর্জ্য নিয়ে কোনো সমস্যা হবে না। এদিকে, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু বলেন,রংপুরবাসী একটি যন্ত্রণার জায়গা তৈরি হয়েছে। শ্যামাসুন্দরী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা করলেই হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন তার পরবর্তীতে আধুনিক এইটাকে আধুনিক করবার জন্য সংস্কার করতে হবে। তিনি আরও বলেন,পাশাপাশি প্রাণীর প্রবাহ টা কোথায় গিয়ে ঠেকবে। অবশ্যই আশপাশের খাল বিল ও নদ নদীগুলো আছে সেগুলোও সংস্কার করতে হবে। আমাদের যে ১০০ বছরের পরিকল্পনা আছে ওই পরিকল্পনার মধ্যে সম্পূর্ণটাই দেয়া আছে। আধুনিক শ্যামাসুন্দরী খাল তৈরি করার জন্য। পাশেই যে নদ-নদী গুলো আছে সেই নদীর প্রবাহ টাকে বহমান করার জন্য সংস্কার করতে হবে। এ সময় বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু আগামী শত বছরের উন্নয়ন পরিকল্পনায় ‘শ্যামাসুন্দরী উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি কমিটি গঠনের কথা জানান। এই শ্যামাসুন্দরী কে আধুনিক প্রক্রিয়ায় নিয়ে আসবো। শ্যামা সুন্দরী ড্রেনেজ সিস্টেমে আধুনিক আয়ন করবো পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৭ জন শ্রমিক চেকপোস্ট এলাকা থেকে শ্যামাসুন্দরী খালের বর্জ্য অপসারণ, ভ্যান ও ট্রাকে করে তা সিটি কর্পোরেশনের ডাম্পিং পয়েন্টে পরিবহন করছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু,মহানগর বিএনপির সদস্য রেজাউল ইসলাম লাবলু, রফিকুল আজাদ, শামসুদ্দোহা সাজু, মহসীন আলী, আব্দুস সালাম, জামিল খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু, মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন  সহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।-