৪৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষার সময় পিছিয়ে যৌক্তিক সময়সূচি নির্ধারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১টা ৫০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন পরীক্ষার্থীরা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলমান এ কর্মসূচির কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
অবরোধস্থলে শিক্ষার্থীরা— ‘সবাই পায় ছয়মাস, আমরা কেন দুইমাস?’, ‘বৈষম্যবিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই’, ‘৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই’, ‘সময় চাই, যৌক্তিক সময় চাই’, ‘আমার ভাই অনশনে, পিএসসি কি করে?’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের অভিযোগ, মাত্র দুই মাসের প্রস্তুতি সময় দিয়ে পিএসসি বড় ধরনের বৈষম্য তৈরি করেছে।
একটাই দাবি—লিখিত পরীক্ষার যৌক্তিক সময়
এগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আকতার বলেন, ‘আমাদের একটাই দাবি—লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যৌক্তিক সময় দেওয়া। আমরা দ্রুত পড়ার টেবিলে ফিরতে চাই।’
অন্যদিকে শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। কিন্তু পিএসসি এখনো একরোখা অবস্থান বজায় রেখেছে। গতকাল উপাচার্য ও রেলওয়ে কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু আজও কোনো ইতিবাচক সিদ্ধান্ত পাইনি।’
তিনি আরও বলেন, ‘দ্রুত লিখিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।’
এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে একই দাবিতে প্রায় ৭ ঘণ্টা রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচলে মারাত্মক বিপর্যয় ঘটে। পাঁচটি ট্রেনের শিডিউলও নষ্ট হয়।
রেলপথ অবরোধের কারণে স্টেশনগুলোতে আটকে পড়েছেন অসংখ্য যাত্রী। কখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে—এমন অনিশ্চয়তায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ৯০ জন গ্রেপ্তার
যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রতিদিন ২ জন শিশু নিহত হচ্ছে: ইউনিসেফ
বডি শেমিংয়ের শিকার মুশফিক: ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে তদন্তের দাবি পরিবারের