ভিয়েতনামে টানা কয়েকদিনের ভারী বৃষ্টি থেকে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভারী বৃষ্টি মৃতের সংখ্যা বেড়ে ৯০–এ পৌঁছেছে। দেশটির সরকার জানায়, এখনও কমপক্ষে ১২ জন নিখোঁজ রয়েছেন। বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্যোগে পুরো দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১ লাখ ৮৬ হাজার বাড়িঘর পানি ও ধ্বংসস্তূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩০ লাখের বেশি গবাদিপশু ভেসে গেছে। কর্মকর্তাদের আশঙ্কা, মোট ক্ষতির পরিমাণ শত কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।
সাম্প্রতিক মাসগুলোতে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভিয়েতনাম কয়েক সপ্তাহের ব্যবধানে শক্তিশালী দুটি ঘূর্ণিঝড়—কালমায়েগি ও বুয়ালোই—এর আঘাতও সহ্য করেছে।
রোববার সকাল পর্যন্ত প্রায় ২ লাখ ৫৮ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। একই সঙ্গে প্রধান প্রধান মহাসড়ক ও রেলপথে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
এনএনবাংলা/

আরও পড়ুন
লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ৯০ জন গ্রেপ্তার
যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রতিদিন ২ জন শিশু নিহত হচ্ছে: ইউনিসেফ
বডি শেমিংয়ের শিকার মুশফিক: ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে তদন্তের দাবি পরিবারের