ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় তিনি ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দিনটি অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকী হওয়ায় তার এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ঘোষণা প্রকাশ্যে আসতেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তর্ক-বিতর্ক। বিজেপি অভিযোগ করেছে, ভোটের স্বার্থে তৃণমূল নেতারা ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিচ্ছেন। দলের মুখপাত্র ইয়াসের জিলানি বলেন, হুমায়ুন কবির ঘৃণা আর তোষণের রাজনীতির জন্য পরিচিত। আসন্ন নির্বাচনে পরাজয়ের ভয় থেকেই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
হুমায়ুন কবির পূর্বে জানিয়েছিলেন, বেলডাঙায় তারা একটি বাবরি মসজিদ নির্মাণ করবেন, যার কাজ শেষ হতে প্রায় তিন বছর লাগবে। ওই অনুষ্ঠানে বিভিন্ন মুসলিম নেতারাও উপস্থিত থাকবেন বলে তিনি উল্লেখ করেন। তার এই মন্তব্যে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় মহলেও দ্রুত প্রতিক্রিয়া দেখা যায়।
কংগ্রেস নেতা সন্দীপ দিক্ষিত বলেন, কেউ যদি মসজিদ তৈরি করতে চায়, তার সঙ্গে বাবরের কী সম্পর্ক? ইচ্ছা হলে মসজিদ বানাতেই পারে।
আরেক সংসদ সদস্য সুরেন্দ্র রাজপুতও একই মত ব্যক্ত করে বলেন, মসজিদ, মন্দির, গুরুদ্বার বা চার্চ—যে কেউ তার উপাসনালয় নির্মাণ করতে পারে। এতে বিতর্কের কিছু নেই।
অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি বলেন, যেখানে একবার মসজিদ প্রতিষ্ঠিত হয়, তা কিয়ামত পর্যন্ত মসজিদই থাকে। ভারতে বাবরি মসজিদের নামে যত মসজিদই তৈরি হোক, অযোধ্যার প্রকৃত বাবরি মসজিদের গুরুত্ব কখনো কমবে না।
এনএনবাংলা/

আরও পড়ুন
ওবায়দুল কাদেরের ‘পালক পুত্র হিরু’র বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ৯০ জন গ্রেপ্তার
যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রতিদিন ২ জন শিশু নিহত হচ্ছে: ইউনিসেফ