November 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 23rd, 2025, 7:40 pm

খুলনা নির্বাচন প্রক্রিয়ায় দলের বিতর্কিতদের সাথে রাখবেন না মঞ্জু 

খুলনা-২ (সদর–সোনাডাঙ্গা) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দলের মধ্যে বিতর্কিত নেতাদের এই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখা হবে, প্রয়োজন হলে তাদের শহরও ছাড়তে হতে পারে। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই সতর্কবার্তা দেন।

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি দীর্ঘ চার বছরেরও বেশী সময় দলের কোন পদ পদবীতে ছিলেন না। তবে তাকে বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হয়েছে। এ অবস্থায় সবাইকে সাথে নিয়েই নির্বাচন করতে চান বলে জানান তিনি। তবে এখনও মহানগর নেতৃবৃন্দকে সাথে নিয়ে একসাথে কোন অনুষ্ঠানে দেখা যায়নি মঞ্জুকে।

মঞ্জু বলেন, সবাইকে নিয়েই বিএনপি নির্বাচন করবে। তবে সমঝোতা প্রক্রিয়ার মধ্যেই স্পষ্ট করা হয়েছে,  পত্রিকায় শিরোনাম হয়ে যাওয়া বা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিএনপির প্রচারণার সঙ্গে রাখা হবে না। তিনি জানান, তিন প্রার্থী একসাথে আলোচনা করছেন এবং মাঠে নামার আগে সব চূড়ান্ত হবে।

তিনি বলেন, খুলনার ছয়টি আসনে বিএনপির প্রার্থীরা খুব শিগগিরই যৌথভাবে ক্যাম্পেইনে নামবেন। পরিচ্ছন্ন ইমেজের নেতাদের সঙ্গে নিয়েই মাঠে কাজ করা হবে। কোনো অপশক্তি বা বিতর্কিত ব্যক্তিকে আমাদের প্রচারণার ধারেকাছেও রাখা হবে না।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে তদবিরে নয়— গুণাবলী, ত্যাগ ও জনসম্পৃক্ততার ভিত্তিতেই দল প্রার্থী নির্বাচন করেছে। আন্দোলনের মাঠে সাহসী ভূমিকা, ক্লিন ইমেজ ও জনগণের কাছে গ্রহণযোগ্যতা— এই তিন মানদণ্ডে তাকে প্রার্থী করা হয়েছে বলেও জানান মঞ্জু।

বেগম খালেদা জিয়ার অসুস্থতা সত্ত্বেও নির্বাচনে অংশ নেওয়াকে বিএনপির জন্য সবচেয়ে বড় পাওয়া হিসেবে আখ্যা দেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নে খুলনা বিএনপির অভ্যন্তরীণ বিভেদ, প্রার্থী ঘোষণার ২০ দিন পরেও মহানগর ও ওয়ার্ড–থানা পর্যায়ের নেতাদের প্রচারণায় না নামা, এবং স্থানীয় কিছু নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগের বিষয়টি ওঠে আসে। উত্তরে মঞ্জু বলেন শিগগিরই আলোচনায় বসে এসব বিভেদ কাটিয়ে পরিচ্ছন্ন ইমেজের নেতাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামা হবে।

জুলাই অভ্যুত্থানের সময় খুলনা প্রেসক্লাবে ভাঙচুর–অগ্নিসংযোগের ঘটনাও স্মরণ করেন তিনি। সাংবাদিকদের উদ্দেশে বলেন আপনারা দায়িত্ব পালন করুন, কোন মার্কার পক্ষে মাঠে না নেমে। এতে আমাদেরই উপকার হবে।

মতবিনিময় সভায় খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলামসহ বিএনপি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।