November 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 23rd, 2025, 7:45 pm

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণ বাধা দিতে গেলে বাদীপক্ষকে হত্যার হুমকি

রংপুর পীরগঞ্জ প্রতিনিধি :

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় আদালতের স্থিতাবস্থা রক্ষার নির্দেশনা অমান্য করে বিবাদীপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। আদালত কতৃক নোটিশে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে সংশ্লিষ্ট সম্পত্তিতে ওই গ্রামের হরিশচন্দ্র পালের পুত্র জয়ন্ত চন্দ্র পাল এবং একই গ্রামের মৃত ললিতচন্দ্র পালের পুত্র অমূল্য চন্দ্র পালের দায়েরকৃত মামলায় আদালত জেএল নং ১০৪ সিএস খতিয়ান নং- ৪৪, এসএ খতিয়ান নং- ৮২, আর এস খতিয়ান নং- ৫০৫,হাল দাগ নং- ৭৬৮ সম্পত্তিতে নালিশী সম্পত্তি থাকায় আদালত দুই পক্ষকে পৃথক পৃথকভাবে ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫ ধারার নিষেধাজ্ঞা জারি করে। পরিদর্শনে দেখা গেছে,নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও গত ২০ নভেম্বর বিবাদীপক্ষ অমূল্য চন্দ্র পাল গং-রা গোপনে নির্মাণসামগ্রী এনে উক্ত জায়গায় ঘর তোলা শুরু করে। বাদী জয়ন্ত চন্দ্র পাল ও তার পরিবার বাধা দিতে গেলে বিবাদীপক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং বাদীপক্ষকে মারধর, লাঠিসোঁটা দিয়ে হামলার হুমকি, এমনকি প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে। এবং প্রকাশ্যে ভাড়াটিয়া বাহিনী কর্তৃক স্থাপনা নির্মাণ করে । এতে বাদীপক্ষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়।

বাদীপক্ষ জয়ন্ত পাল অভিযোগ করেন, “আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা জোর করে ঘর তুলছে। নিষেধ করায় আমাদের ওপর হামলার চেষ্টা করেছে, হত্যার হুমকিও দিয়েছে। আমরা এখন সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি।”

স্থানীয় এলাকাবাসী জানায়, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমন জোরপূর্বক দখল ও নির্মাণ সাম্প্রতিক সময়ে এলাকায় দেখা যায়নি। এতে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। বাদীপক্ষ দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি জানায় এবং বিবাদীপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।