তথাকথিত ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে যুক্তরাজ্যে সম্প্রতি নিষিদ্ধ ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভে লন্ডন পুলিশ অন্তত ৯০ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, টাভিস্টক স্কোয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে সশস্ত্র ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন’ প্যালেস্টাইন অ্যাকশন-এর সমর্থনে আয়োজিত বিক্ষোভে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিক্ষোভ শেষ হয়েছে এবং সকল প্রার্থী এলাকা ছেড়ে গেছে।’
বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা এবং বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে অনেকের ব্যানারে লেখা ছিল, ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’
ব্রিটিশ অ্যাক্টিভিস্ট গ্রুপ ‘ডিফেন্ড আওয়ার জুরিজ’ এক্স-পোস্টে জানিয়েছে, পুলিশ নীরবে প্ল্যাকার্ড ধরে থাকা বিক্ষোভকারীদেরও গ্রেপ্তার শুরু করে। বিক্ষোভটি লন্ডনের টাভিস্টক স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছে, যা শান্তি উদ্যান এবং যুদ্ধবিরোধী স্মৃতিস্তম্ভের জন্য পরিচিত।
গত জুলাই মাসে যুক্তরাজ্য সরকার সন্ত্রাসবাদের অভিযোগে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করেছে। এরপর থেকে প্রতি শনিবার লন্ডনে শত শত ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী একত্রিত হচ্ছেন। পুলিশ প্ল্যাকার্ড ধরে রাখার বা ফিলিস্তিনকে সমর্থন জানানোর অভিযোগে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে, যেখানে অনেক নারী ও শিশু রয়েছেন। আহত হয়েছে আরও ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
গাজার এই যুদ্ধ এবং মানবতাবিরোধী অপরাধের কারণে বিশ্বজুড়ে ফিলিস্তিন সমর্থকদের মধ্যে উদ্বেগ ও প্রতিরোধ জোরালো হচ্ছে, যা লন্ডনের এই বিক্ষোভের মাধ্যমে প্রকাশ পেয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ওবায়দুল কাদেরের ‘পালক পুত্র হিরু’র বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রতিদিন ২ জন শিশু নিহত হচ্ছে: ইউনিসেফ
বডি শেমিংয়ের শিকার মুশফিক: ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে তদন্তের দাবি পরিবারের