November 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 24th, 2025, 3:00 pm

বিজিবির রেদোয়ানুলসহ চারজনের অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

 

জুলাই–আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, সাবেক মেজর মো. রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ আগামী ৪ ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পলাতক দুই আসামির জন্য ইতোমধ্যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।

সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সকালে লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও সাবেক মেজর রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের আনার সময় হাইকোর্ট এলাকার প্রবেশপথ, ট্রাইব্যুনালের মূল ফটক ও আশপাশে পুলিশ, র‌্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর কড়া নিরাপত্তা মোতায়েন ছিল।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রামপুরায় আন্দোলনের সময় বিজিবি কর্মকর্তাদের নেতৃত্বে ২৮ জন নিহত হন এবং রেদোয়ানুল ইসলামকে সরাসরি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে। চার আসামির বিরুদ্ধে পৃথক ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৩০ আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২৭ নভেম্বর ধার্য করা হয়েছে। এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।

এনএনবাংলা/