কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে মৃত্যু–গুজব এর আগেও বহুবার ছড়ালেও এবার আর গুজব নয়—সত্যিই না ফেরার দেশে চলে গেলেন এই বর্ষীয়ান তারকা। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সোমবার দুপুরে মুম্বাইয়ের নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৮৯ বছর বয়সে ‘হি-ম্যান’ খ্যাত এই অভিনেতার মৃত্যুতে শেষ হলো ভারতের চলচ্চিত্র অঙ্গনের ছয় দশকের এক সোনালি অধ্যায়।
ধর্মেন্দ্রর মৃত্যুর পর তার বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে; বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরত্বে ব্যারিকেড বসানো হয়েছে। ইতোমধ্যেই বহু তারকার গাড়িকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। এর আগে চলতি মাসের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, পরে সুস্থ হয়ে বাসায় ফেরেন।
আগামী ৮ ডিসেম্বর পালিত হওয়ার কথা ছিল অভিনেতার ৯০তম জন্মদিন। বিশেষ দিনটি ঘিরে বড়সড় উদ্যাপনের প্রস্তুতিও শুরু করেছিলেন তার স্ত্রী হেমা মালিনী। কিন্তু তার আগেই থেমে গেল এই মহাতারকার জীবনযাত্রা।
সূত্র: ফিল্মফেয়ার
এনএনবাংলা/

আরও পড়ুন
মেট্রোরেলের কার্ড অনলাইন রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
গ্রামীণফোনে ভারতীয়দের আধিপত্যের অভিযোগ: ১৩ বছরে ছাঁটাই ৩,৩৬০ বাংলাদেশি কর্মী
গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছে: ফখরুল