চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি কম্বলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কোতয়ালি থানার কদমতলী পোড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, গুদামে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও গুদামের শ্রমিকরাও সহযোগিতা করছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় সতর্ক থাকতে এবং উদ্ধার কাজে সহায়তার অনুরোধ জানানো হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
শীতের আগমনে শরীয়তপুরে গাছিরা খেজুর গাছ কাটায় ব্যস্ত
মেট্রোরেলের কার্ড অনলাইন রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
গ্রামীণফোনে ভারতীয়দের আধিপত্যের অভিযোগ: ১৩ বছরে ছাঁটাই ৩,৩৬০ বাংলাদেশি কর্মী