নাটোর প্রতিনিধি
নাটোরে র্যারী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে ৭ দিন ব্যাপী ট্রাফিক সপ্তাহ। “ট্রাফিক আইন মেনে চলি, যানজট ও দুর্ঘটনা মুক্ত নাটোর গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার সকাল ১০টার দিকে নাটোর জেলা পুলিশের উদ্যোগে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যলী শুরু করা হয়। র্যালীটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে নাটোর ভবানীগঞ্জ মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এতে রাজশাহী রেঞ্জ এর ডিআইজি মোহাম্মাদ শাজাহান, জেলা প্রশাসক মিস আসমা শাহিন, পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফত্তে খায়ের আলম উপস্থিত ছিলেন। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে পুলিশ সুপার তারিকুল ইসলামের সভাপত্বিতে এ সমাবেসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, ডিআইজি মোহাম্মাদ শাজাহান পিপি.এম.বার।
এসময় তিনি বলেন, নাটোর একটি সব চেয়ে দুর্ঘটনা কবল এলাকা হিসাবে বিবেচনা করি। প্রতি বছর ৫৫ হাজার মানুষ মৃত্যু বরণ করে। একটি দৃর্ঘটনা ওই পরিবারকে আর্থিক, মানুষিক এবং পারিবারিক ভাবে ক্ষতি করে। তাই ট্রাফিক আইন সম্পকে আগে সাধারন জনগনকে জানতে হবে এবং সচেতন হতে হবে। তাহলে দুর্ঘটনা থেকে অনেক রক্ষা পাওয়া সম্ভব। এসময় তিনি নাটোওে ৭ দিন ব্যাপী ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করেন।
সমাবেশে অন্যান্যদেও মধ্যে নাটোর এনএস কলেজের অধ্যক্ষ আব্দুল বারী মির্জ. সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির সদস্য সচীব আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছলেন।

আরও পড়ুন
কোনো কারণেই জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশ আবার ফ্যাসিস্ট মাফিয়া রাষ্ট্রে পরিণত হবে : আজিজুল বারী হেলাল
পীরগঞ্জে সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
কুলাউড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ