November 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 24th, 2025, 7:20 pm

ভারতের চাল সিঙ্গাপুরের মাধ্যমে কিনছে সরকার

 

বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সিঙ্গাপুরভিত্তিক সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘চালের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে, আবার কিছুটা বাড়ছে। তাই দাম যাতে না বাড়ে, সেজন্য আমরা ভারত থেকে নন-বাসমতি চাল আনছি। সরবরাহকারী সিঙ্গাপুরের, কারণ আমরা মান, সময়মতো সরবরাহ ও প্রতিযোগিতামূলক দামকে অগ্রাধিকার দিয়েছি।’

ডিসেম্বরে সংশোধিত বাজেট, খরচ বাড়বে নির্বাচন-গণভোটে

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ায় সরকারি ব্যয় বাড়বে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন,
‘নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে অতিরিক্ত খরচ লাগবে—সিকিউরিটি, জনবল সবই বাড়বে। এজন্য বাজেট নতুন করে পর্যালোচনা করছি। ডিসেম্বরের মধ্যেই সংশোধিত বাজেট সম্পন্ন করতে চাই।’

জানুয়ারির মধ্যে পরবর্তী সরকারের জন্য প্রস্তুত বাজেট কাঠামো রেডি রাখার কথাও উল্লেখ করেন তিনি।

একদিনে গণভোট-নির্বাচন করাকে ‘চ্যালেঞ্জ’, তবে উপদেষ্টার সমর্থন

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনকে ‘চ্যালেঞ্জ’ বলে স্বীকার করলেও এটি করার পক্ষে মত দেন সালেহউদ্দিন। তার যুক্তি—
‘দুই দিন নির্বাচন করলে লজিস্টিক্স, জনবল, রিটার্নিং অফিসার, শিক্ষক, ব্যাংক কর্মকর্তাসহ সবাইকে দুইবার মোবিলাইজ করতে হবে। এটা কঠিন। বিশ্বের অনেক দেশেই একদিনে রেফারেন্ডাম ও ভোট হয়। আমাদেরও সেভাবেই করা উচিত।’

তিনি আরও বলেন, একদিনে ভোট-গণভোট করাই লজিস্টিক্যালি বেশি সহজ ও কার্যকর।

এদিনের বৈঠকে আরও তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়— সার আমদানি, পরিশোধিত তেল কেনা, তিনটি সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয় এ বৈঠকে।

এনএনবাংলা/