রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে প্রায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
রাজউক চেয়ারম্যান আরও বলেন, ভবন নির্মাণের অনুমোদন সবসময় যথাযথ নিয়ম মেনে দেওয়া হয় এবং রাজউকে কোনো কাজে অর্থের বিনিময় হয় না।
তিনি উল্লেখ করেন, বাড়ির মালিকরা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের মাধ্যমে প্ল্যান তৈরি করে রাজউকে জমা দেন, কিন্তু শর্ত থাকে—রাজউকের নিয়মাবলী অনুযায়ী কাজ করতে হবে। পরবর্তীতে যদি তারা সেই নিয়ম না মানেন, তবে জরিমানা বা শাস্তির দায় সেই বাড়ির মালিকের, রাজউকের নয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভূমিকম্পে সচিবালয়ের নতুন ভবনে ফাটল
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
নাসা গ্রুপের নজরুলের আরও ৪৪ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ