ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর ১০ দিনের মধ্যে সব দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে তাদের পর্যবেক্ষক দলের পূর্ণাঙ্গ তালিকা ইসিতে জমা দিতে হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপ শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে সানাউল্লাহ জানান, ২০২৬ সালের জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনে স্বচ্ছতা নষ্টের চেষ্টা করলে কাউকেই ন্যূনতম ছাড় দেওয়া হবে না। এবার ভোটার উপস্থিতিও হবে উল্লেখযোগ্যভাবে বেশি।
সংলাপের সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পর্যবেক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব, আর পর্যবেক্ষক সংস্থাগুলো ইসির সহযোগী হিসেবে কাজ করবে—এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এটি শুধুই ইসির পক্ষে সম্ভব নয়—সব পক্ষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
পর্যবেক্ষকদের জন্য দুটি বিষয়ে বিশেষ সতর্কতাও উল্লেখ করেন সিইসি—
১. মাঠপর্যায়ের পর্যবেক্ষকরা যেন কোনো রাজনৈতিক কার্যক্রমে যুক্ত না হন।
২. পর্যবেক্ষণ প্রতিবেদন অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক হতে হবে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, আমাদের নিজস্ব সুপারভাইজারি ব্যবস্থা থাকবে, তবে আপনাদের চোখ দিয়েই আমরা নির্বাচন দেখতে চাই। যদি পর্যবেক্ষকদের দৃষ্টিভঙ্গি পক্ষপাতদুষ্ট হয়, তাহলে নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠবে না।” তিনি আরও মন্তব্য করেন, পর্যবেক্ষক আর সাংবাদিকরাই আমার সিসি ক্যামেরা।”
সিইসি জানান, নতুনভাবে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এবার পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স ২১ বছর নির্ধারণ করা হয়েছে।
প্রায় ৪০টি পর্যবেক্ষক সংস্থা সংলাপে অংশ নেয়। তাদের উদ্দেশে সিইসি বলেন, অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না; অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতেই চাই।
এনএনবাংলা/

আরও পড়ুন
গণভোটে রঙিন ব্যালট, সংসদ নির্বাচনে সাদা: ইসি সচিব
অভিজ্ঞতা বাড়াতে ইসির ‘মক ভোটিং’ ২৯ নভেম্বর
ঘরে বসে মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু, করবেন যেভাবে