November 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 25th, 2025, 5:13 pm

বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

 

ঢাকা-আরিচা মহাসড়কে আবারও বিক্ষোভে নেমেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় তারা দ্বিতীয় দফায় সড়ক অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।

এর আগে আজ দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন অংশে দুই লেন বন্ধ করে প্রথম দফায় বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর দুপুর ২টা ৫ মিনিটে সড়ক ছেড়ে দেয় তারা। তবে মাত্র ২০ মিনিট পরই আবারও একই স্থানে সড়ক অবরোধে বসে পড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলেও অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবার যানবাহন চলাচলে বাধা দেননি।

এর আগেও গতকাল সোমবার একই দাবিতে প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা, যা দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। এতে শত শত যান আটকে পড়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানায়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২৭ নভেম্বর থেকেই ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। সংস্থাটি জানায়, এ বিসিএসের রোডম্যাপ অনেক আগেই প্রকাশ করা হয়েছে এবং সব প্রস্তুতিও সম্পন্ন। তাই পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই।

এনএনবাংলা/