ঢাকা মেট্রোরেলের র্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের ধরন বদলে গেল। এখন থেকে কার্ড রিচার্জ করতে আর মেট্রো স্টেশনে যেতে হবে না; ঘরে বসেই অনলাইন ব্যাংকিং, ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের ডিজিটাল মাধ্যমে রিচার্জ করা যাবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে নতুন এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
প্রাথমিকভাবে ডিটিসিএর ওয়েবসাইটের লিংকের মাধ্যমে রিচার্জ করা যাবে। পরবর্তীতে মোবাইল অ্যাপ চালু হলে সেখান থেকেও সরাসরি কার্ডে টাকা যোগ করা সম্ভব হবে।
বর্তমানে ঢাকার মেট্রোরেলে দুটি স্থায়ী কার্ড ব্যবহৃত হচ্ছে— র্যাপিড পাস ও এমআরটি পাস। এমআরটি পাস সরবরাহ করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), আর র্যাপিড পাস সরবরাহ করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), যা মেট্রোরেল ছাড়াও বাস, ট্রেনসহ অন্যান্য গণপরিবহনে ব্যবহারযোগ্য। নতুন অনলাইন সেবার ফলে যেকোনো স্থান থেকে যেকোনো সময় উভয় কার্ডই রিচার্জ করা যাবে।
তবে অনলাইনে রিচার্জ করার পর কার্ডধারীকে স্টেশনের প্রবেশদ্বারে থাকা অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) একবার কার্ড ট্যাপ করতে হবে। এই ট্যাপের মাধ্যমেই অনলাইন রিচার্জটি সক্রিয় হবে। একবার অ্যাকটিভ হয়ে গেলে পরবর্তীতে রিচার্জ না করলে আর ট্যাপের প্রয়োজন হবে না। তবে নতুন রিচার্জ করলে আবার এভিএমে ট্যাপ করতে হবে। র্যাপিড পাসের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে।
অনলাইনে র্যাপিড বা এমআরটি কার্ড রিচার্জের ধাপসমূহ
ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগইন করুন
রিচার্জ অপশন নির্বাচন করুন
যে কার্ডে রিচার্জ করবেন সেটি বেছে নিন
ব্যাংক, ব্যাংকিং অ্যাপ বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করুন
রিচার্জ সম্পন্ন হলে স্টেশনের এভিএমে কার্ড ট্যাপ করে রিচার্জ অ্যাকটিভ করুন
অনলাইন রিচার্জ নির্দেশনা
প্রথমবার রিচার্জ করতে হলে www.rapidpass.com.bd–তে নিবন্ধন প্রয়োজন
অনলাইনে রিচার্জ করলে টাকা সার্ভারে যোগ হয়; এভিএমে ট্যাপ না করা পর্যন্ত কার্ডে জমা হয় না
ট্যাপ না করলে রিচার্জ “Pending” অবস্থায় থাকবে
ন্যূনতম রিচার্জ ১০০ টাকা এবং সর্বোচ্চ ২০,০০০ টাকা
একই অ্যাকাউন্টে একাধিক কার্ড যুক্ত করা যায়
রিচার্জ হিস্ট্রি দেখার সুবিধা রয়েছে
রিচার্জ বাতিলের নিয়ম
এভিএমে ট্যাপ করার আগে যেকোনো সময় রিচার্জ বাতিল করা যাবে
বাতিলের ক্ষেত্রে ৫% সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে
অফিস সময়ের মধ্যেই রিচার্জ বাতিলযোগ্য
বাতিলের জন্য অ্যাকাউন্টে লগইন করে আবেদন এবং এভিএমে ট্যাপ না করা— উভয় শর্ত পূরণ করতে হবে
একবার এভিএমে ট্যাপ করলে কোনোভাবেই রিচার্জ বাতিল করা যাবে না
অনলাইন রিচার্জ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ: ০৯৬৪৪০০০১১১।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসকরা
কেরু চিনিকলে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, অবরোধে আটকে এমডি–কর্মকর্তারা
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট