আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও সুসংগঠিত ও বাস্তবভিত্তিক করতে মক ভোটিংয়ের আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী শনিবার, ২৯ নভেম্বর, রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে। সব ধরনের বয়স ও পেশার ভোটার এ অনুশীলনে অংশ নেবেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই এই মক ভোটিং আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “আগামী শনিবার সকল ধরনের ভোটার অংশ নেবেন। ভোটকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা যাচাই করতেই এই কার্যক্রম।”
ইসি সূত্রে জানা যায়, সত্যিকারের নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবই থাকবে এই মক ভোটিংয়ে। নিয়ম অনুযায়ী ভোটাররা লাইন ধরে ভোটও দেবেন। শুধু থাকবে না রাজনৈতিক দল বা প্রার্থীর নাম ও প্রতীক।

নির্বাচনের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা থাকবে মক ভোটিংয়ে।
মক ভোটিংয়ে একজন ভোটার কেন্দ্রে কী ধরনের সমস্যার সম্মুখীন হন, একজন ভোটারের ভোট দিতে কত সময়ের প্রয়োজন হবে, ভোটকেন্দ্রের ব্যবস্থাপনায় কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার—এসব বিষয় দেখবেন নির্বাচন কমিশনাররা।
একইসঙ্গে বয়স্ক, গর্ভবতী নারী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোটকক্ষে কী ধরনের ব্যবস্থাপনার প্রয়োজন হয়, সেটাও পরীক্ষা করা হবে।
মক ভোটিং থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে একটি ভোটকেন্দ্র বা ভোটকক্ষে কতজন ভোটার রাখা উচিত, সেই সংখ্যাও নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এই তথ্য ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় আয়োজনেই ব্যবহৃত হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসকরা
ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা ফখরুলের
জুলাই আন্দোলনের হত্যা মামলায় অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন