আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক রঙের ব্যালট পেপার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদ নির্বাচনে সাদা এবং গণভোটে রঙিন ব্যালট ব্যবহার করা হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, “সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা। গণভোটের জন্য থাকবে পৃথক রঙিন ব্যালট পেপার।”
তিনি আরও জানান—আগামী ৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে ভোটার তালিকা। নির্বাচনী সরঞ্জাম ১০টি জোনাল অফিসের মাধ্যমে মাঠপর্যায়ে পাঠানো হবে। এবং প্রবাসী ভোটারদের জন্য একই ইনভেলাপে ব্যালট পাঠানোর ব্যবস্থা থাকছে।
আখতার আহমেদ জানান, আগামী শনিবার মক ভোটের আয়োজন করা হবে। মক ভোটের ফল বিশ্লেষণ করে ভোটকেন্দ্র বা বুথ বাড়ানোর প্রয়োজন আছে কিনা, তা মূল্যায়ন করবে ইসি।
নির্বাচনকে সামনে রেখে ব্যালটের রঙ আলাদা করার সিদ্ধান্তকে স্বচ্ছতা ও প্রক্রিয়ার সুবিধার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
কেরু চিনিকলে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, অবরোধে আটকে এমডি–কর্মকর্তারা
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট