November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 25th, 2025, 7:14 pm

খুলনায় বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

এসডিএফ ও আরইএলআই প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডারদের কর্মশালা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এমইএল এন্ড এমএসআই এর আঞ্চলিক ব্যবস্থাপক অরুন কুমার মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাঃ কাজী মোঃ আইনুল হক।

কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এসডিএফ যশোর আঞ্চলিক পরিচালক মোঃ কামাল বাশার। স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন আঞ্চলিক পরিচালক (স্বাস্থ্য ও পুষ্টি) ডাঃ কায়মুন আক্তার মুনা।

খুমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  খুলনা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজা খাতুন,ডেপুটি সিভিল সার্জন  ডাঃ মিজানুর রহমান, ডাঃ সৈয়দা রুখশানা পারভীন, ডাঃ তরুন কান্তি দাশ ও মোঃ জোবায়ের হোসেন  সহ এই প্রকল্পের উপকারভোগী নারী এবং পুরুষরা।

এসময় বক্তারা স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের পাশাপাশি এসডিএফ মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসূচীকে মানবিক ও সময়োপযোগি বলে আখ্যায়িত করেন। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরন, সহায় সম্বলহীনদের এককালীন অনুদান প্রদান, গ্রামীন অবকাঠামো নির্মাণসহ বেকার যুবকদের কর্মসংস্থান ও জীবিকা উন্নয়নের কার্যক্রমকে সর্বত্র ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।