November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 25th, 2025, 7:15 pm

গঙ্গাচড়া উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম সদস্যদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা–ফেসিং প্রকল্পের আওতায় রংপুরের গঙ্গাচড়া উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্যদের নিয়ে দু’দিনব্যাপী (২৪ ও ২৫ নভেম্বর) “নাগরিক প্ল্যাটফর্মের অধিকার ও প্রাপ্যতা বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ সেশনগুলোতে নাগরিকদের অধিকার, সামাজিক ন্যায়বিচার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার ওপর জোর দেওয়া হয়। এছাড়া প্রশিক্ষণের বিভিন্ন সেশনে আলোচিত বিষয়গুলোর মধ্যে উল্লেখ যোগ্য ছিল, জেন্ডার সমতা ও বৈষম্য নিরসন, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, জিবিভি মনিটরিং ও রিপোর্টিং কৌশল, বাল্যবিবাহের কারণ, প্রভাব ও নাগরিক করণীয়, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন ও ভূমিকা, তথ্য অধিকার আইন ২০০৯, এসডিজি-৫ ও ১৬ বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের ভূমিকা, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রাপ্ত সেবা, নাগরিক সম্পৃক্ততা ও সুশাসন, মানবাধিকার ও তার ঘোষণার মূল উদ্দেশ্য, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা, সংঘাত ব্যবস্থাপনা ও সমাধান কৌশল, এডভোকেসি ও নাগরিক উদ্যোগ, এবং জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায্যতা ইত্যাদি। প্রশিক্ষণে বক্তারা বলেন, নাগরিকদের অংশগ্রহণ ছাড়া জেন্ডার সমতা ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতার চর্চা বাড়াতে হবে। দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের অর্জিত জ্ঞান বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রশিক্ষণ পরিচালনা করেন ডেমক্রেসিওয়াচের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামীমা আক্তার ও সিনিয়র প্রোগ্রাম অফিসার খুরশিদা জাহান।