November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 25th, 2025, 7:18 pm

দেশ ও জাতির স্বার্থে কারো সাথে আপোষ করবা না : আল্লামা মামুনুল হক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

দেশ ও জাতির স্বার্থে কারো সাথে আপোষ করবো না।  এবার বাংলাদেশের মানুষ ইসলামের বিজয় দেখবে। বাংলার মানুষ জাগ্রত হবে।  বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর)  বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জের

হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে নতুন বাজার কেন্দ্রীয় ঈদগা মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকীর সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা উসমান গনি, হোসেনপুর উপজেলা জামায়াতের আমীর মো: আমিনুল হক,  উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট দিতে হবে।

ফ্যাসিবাদ বন্ধ করতে হবে। এদেশে ভারতীয় আধিপত্য চলবে না। বাংলাদেশকে কারও সাথে আর ইজারা দিবো