হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আসন্ন নির্বাচনে প্রচার-প্রচারণায় মহিলা দলের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শক্তিশালী। নারীদের অংশগ্রহণই এই নির্বাচনকে মানবিক, অংশগ্রহণমূলক ও পরিবর্তন-মুখী করে তুলবে। বাংলাদেশের নারী অনেক কষ্ট সহ্য করেছে। এবার আর শুধু দেখবে না তা নয়। নারী ভোট দেবে, নারী আন্দোলন করবে, জাগরণ ঘটাবে, নারীই দেশ পরিবর্তন করবে।
তিনি আজ (২৫ নভেম্বর) দুপুরে হালুয়াঘাট উপজেলা মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রখছিলেন। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয় ।
হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত পরিচিতি সভা শেষে মহিলা দলের নেতাকর্মীরা অসন্ন নির্বাচনে ময়মনসিংহ-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থনে মহিলাদের মিছিল অনুষ্ঠিত হয় ।
এমরান সালেহ প্রিন্স বলেন, মহিলা দলই হলো বিএনপির প্রচারের সবচেয়ে প্রভাবশালী বাহিনী।নারীর ভোট মানেই পরিবর্তনের ঘোষণা। আওয়ামী লীগের দুঃশাসনে নারী আজ নিরাপত্তাহীন, বঞ্চিত ও নিপীড়িত। এই বাস্তবতা নারী ভোটারদের পরিবর্তনের পক্ষে আরও দৃঢ় করে তুলছে। বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা রোধ করে নারী শিক্ষা, ক্ষমতায়ন, কর্মসংস্হান, নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করা হবে।
প্রিন্স আরো বলেন, মহিলা দল শুধু সহায়ক সংগঠন নয় এটি বিএনপির আত্মা, বিএনপির মানবিক শক্তি। রাজনীতিতে একজন মহিলার উপস্থিতি একশত পুরুষের উপস্থিতির গুরত্ব প্রকাশ করে। তাদের কাজ নির্বাচনী মাঠকে উজ্জীবিত করবে। নির্বাচনের দিনে লাইনে দাঁড়ানো প্রতিটি নারীই হবে পরিবর্তনের সৈনিক। নারীদের ভোটই দেশকে অন্যায়ের অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাবে। অতীতেও নারীদের অবস্থান সবসময় বিএনপির পক্ষে ছিলো। এবারও ধানের শীষের পক্ষে থাকবে। নারীদের দৃঢ় অবস্থান ও সমর্থন সব বাধা ভেঙে বিএনপির বিজয় সুনিশ্চিত করবে। বিএনপি নারীবান্ধব দল।
উপজেলা মহিলা দলের সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলুর সভাপতিত্বে ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শারমিনা খাতুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হালুয়াঘাট উপজেলা মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে এমরান সালেহ প্রিন্সের সহধর্মিনী সৈয়দা আফরোজা এমরান পাপিয়া, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা রমজান আলী জহির, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভ্যনেত্রী মাজেদা খাতুন, সহ সভানেত্রী শুভ্রা পান্ত্রা, রোজিনা বেগম, বনেছা খাতুন, সিনিয়র যুগ্ম সম্পাদিকা শারমিনা খাতুন বক্তব্য রাখেন।

আরও পড়ুন
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু–মদ জব্দ
নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আওয়ামী লীগের দালাল খেতাব দিয়ে মোরেলগঞ্জ থানার ওসির অপসারণ দাবিতে মানববন্ধন