November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 25th, 2025, 7:32 pm

আওয়ামী লীগের দালাল খেতাব দিয়ে মোরেলগঞ্জ থানার ওসির অপসারণ দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মতলুবর রহমানের অপসারণের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন ও মিছিল হয়েছে। মঙ্গলবার(২৫ নভেম্বর) বেলা ১০টার দিকে সর্বস্তরের শান্তিকামি জনতার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন অর্ধশত নারী অংশ গ্রহন করেন। তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে মিছিলসহকারে উপজেলা পরিষদচত্বরে যায়।

মিছিলকারিরা ওসি মতলুবর রহমানকে ‘আওয়ামী লীগের দালাল, দুর্ণীতিবাজ’ আখ্যা দিয়ে অপসারণের দাবিতে ঝাড়– উচিয়ে মিছিল দেয়। তারা ওসির বিরুদ্ধে বিভিন্ন ধরণের শ্লোগান দিলেও নির্দিষ্টভাবে বা প্রমানসহকারে কোন অভিযোগ উল্লেখ করতে পারেনি।

ঘটনার পর থেকে এর কারন জানার জন্য পুলিশের কর্মকর্তারা অনুসন্ধান শুরু করেছেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনা শুনেছি। তদন্ত করে দেখা হচ্ছে। তবে, এখন পর্যন্ত কেউ মোরেলগঞ্জ থানার ওসির বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করেনি।

স্থানীয়ভাবে জানা গেছে, গত ২৩ নভেম্বর থানায় আওয়ামী লীগের সাবেক এমপি, মেয়র,ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন স্তরের ৯৮জন নেতাকর্মীর নামে নাশকতার অভিযোগে মামলা দায়ের হয়। ওই মামলায় পৌর বিএনপির সভাপতিসহ কয়েকজন নেতাকে না জানিয়ে স্বাক্ষী করা হয়েছে।

এ ঘটনা থেকেই ওসির বিরুদ্ধে ক্ষোভের বহি:প্রকাশের উৎপত্তি। বিষয়টি নিয়ে বিএনপির মধ্যেও ব্যাপক বিতর্ক ও টানাপোড়েন চলছে। এ ঘটনার ঝাল মেটাতে এবং কারো কারো সাথে পূর্বের কোন মতবিরোধের কারনে ওসির বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।