November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 25th, 2025, 7:55 pm

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে, তদন্ত প্রতিবেদন জমা

 

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে গত অক্টোবরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যদের মতে, আগুনের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) কমিটির সদস্যরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান,

তদন্ত প্রতিবেদনে নাশকতার কোনো ইঙ্গিত নেই; আগুনের উৎস ছিল বৈদ্যুতিক শর্টসার্কিট।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর কার্গো ভিলেজের আমদানি অংশে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং টানা ১৭ ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। এতে প্রায় সব আমদানি করা মালামাল পুড়ে যায়। ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, ক্ষতির পরিমাণ ১২ হাজার কোটি টাকারও বেশি।

অগ্নিকাণ্ডের পর এর কারণ ও ক্ষতির মাত্রা নির্ধারণে স্বরাষ্ট্রসচিবকে প্রধান করে একটি কোর কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সেই কমিটিই তাদের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়।

এনএনবাংলা/