বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণমুখী পথে এগোচ্ছে। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, যে কারণে ছাব্বিশের জাতীয় নির্বাচন কোনোরকম ঝামেলা ছাড়াই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
ফখরুল জানান, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং রাজনৈতিক দলগুলোও নিজেদের প্রার্থী ঘোষণা শুরু করেছে। এতে দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
তিনি বলেন, “গণতান্ত্রিক অধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীরা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমন কোনো অবস্থা নেই যা নির্বাচন ব্যাহত করতে পারে।
বিএনপির সাংগঠনিক শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি স্রোতস্বতী নদীর মতো। প্রতিটি আসনে চার থেকে পাঁচজন করে প্রার্থী আছে—এটিই প্রমাণ করে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল।”
মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসকরা
জুলাই আন্দোলনের হত্যা মামলায় অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ