বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকেরা। তবে তাঁকে এখনো কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন বলেন, “খালেদা জিয়ার অবস্থা আগের তুলনায় ভালো। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
গত রোববার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।
৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা, চোখের রোগসহ নানা ক্রনিক অসুস্থতায় ভুগছেন। সর্বশেষ গত ১৫ অক্টোবরও তিনি একই হাসপাতালে ভর্তি ছিলেন।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাত্রা করেন খালেদা জিয়া। লন্ডনের একটি ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ছেলে তারেক রহমানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। সেখানে চিকিৎসা সম্পন্ন করে তিনি ৬ মে দেশে ফেরেন।
এদিকে, খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ ঢাকায় কয়েকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে নয়াপল্টনের ভাসানী ভবনে জিয়া মঞ্চের উদ্যোগে এবং বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা ফখরুলের
জুলাই আন্দোলনের হত্যা মামলায় অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ