ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। আদালতের অনুমতিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ দল লকার দুটি খুলে স্বর্ণালংকারগুলো জব্দ করে।
কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এই প্রথম আদালতের নির্দেশে শেখ হাসিনার ব্যাংক লকার খোলা হলো। এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার জব্দ করে সিআইসি। এসব লকারে কর গোপন করা হয়েছে কি না, তা যাচাই করতেই জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া ১০ সেপ্টেম্বর সিআইসি সেনাকল্যাণ ভবনের পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার ১২৮ নম্বর লকারও জব্দ করে। তিনটি লকারই কর ফাঁকি ও সম্পদের উৎস যাচাইয়ের আওতায় আসে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারী আনসার সদস্যসহ ১৩ জন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত কমপক্ষে ৫৩৮
নাগরিকদের ইরান ত্যাগের জরুরি নির্দেশ অস্ট্রেলিয়ার