November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 26th, 2025, 3:07 pm

২০৫০ নাগাদ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর হতে যাচ্ছে ঢাকা: জাতিসংঘ

 

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম শহরের তালিকার শীর্ষে উঠবে বাংলাদেশের রাজধানী ঢাকা।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার জনসংখ্যা ৪ কোটি ১৯ লাখ। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা, যেখানে বসবাস করেন ৩ কোটি ৬৬ লাখ মানুষ। আগে শীর্ষে থাকা জাপানের রাজধানী টোকিও এবার ৩ কোটি ৩৪ লাখ জনসংখ্যা নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে—এ তথ্য উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে এখন মেগাসিটির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টিতে। কোনো শহরে জনসংখ্যা এক কোটির বেশি হলেই তাকে মেগাসিটি ধরা হয়। এসব মেগাসিটির মধ্যে ১৯টিই রয়েছে এশিয়ায়। জাকার্তা, ঢাকা ও টোকিও ছাড়াও এশিয়ার মেগাসিটির তালিকায় রয়েছে ভারতের নয়াদিল্লি ও কলকাতা, চীনের সাংহাই ও গুয়াংঝু, ফিলিপাইনের ম্যানিলা এবং দক্ষিণ কোরিয়ার সিউল। এছাড়া আফ্রিকা ও লাতিন আমেরিকার মধ্যে উল্লেখযোগ্য মেগাসিটি হলো মিশরের কায়রো, ব্রাজিলের সাও পাওলো এবং নাইজেরিয়ার লাগোস।

বাড়ছে ঘনবসতি

গ্রাম থেকে জীবিকার সন্ধানে মানুষের ঢল নেমেছে শহরমুখী হওয়ায় ঢাকায় দ্রুত ঘনবসতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে বন্যাপ্রবণ ও উপকূলীয় এলাকার অনেক মানুষ বাসস্থান হারিয়ে ঢাকায় আশ্রয় নিচ্ছে, কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে তাদের বাড়িঘর পানির তলায় তলিয়ে যাচ্ছে।

একই ধরনের চ্যালেঞ্জ দেখা দিচ্ছে জাকার্তাতেও। অনুমান করা হয়, ২০৫০ সাল নাগাদ নিচু ভূখণ্ডের এ সাগরপাড়ের শহরটির প্রায় অর্ধেকই পানিতে ডুবে যেতে পারে।

জাতিসংঘের প্রতিবেদনে ইরানের রাজধানী তেহরানের উদাহরণও উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত জনসংখ্যার চাপ সামলাতে না পারায় সেখানে চরম পানি সংকট তৈরি হয়েছে। প্রায় ৯০ লাখ মানুষের এই শহরে এখন মাথাপিছু রেশন পদ্ধতিতে পানি সরবরাহ করতে হচ্ছে।

এনএনবাংলা/