November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 26th, 2025, 5:56 pm

হংকংয়ে বহুতল ভবনে আগুন, চারজনের মৃত্যু

ছবি : রয়টার্স

 

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় বুধবার একাধিক বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন লেগে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে, এবং আরও অনেকে আটকে রয়েছেন বলে সরকারি ও ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছে।

৩১ তলা বিশিষ্ট ওই ভবনে আগুন লাগার পরপরই  নিয়ন্ত্রণের জন্য ফায়ারফাইটাররা লড়াই চালিয়ে যাচ্ছিল,  এই কমপ্লেক্সে প্রায় ২,০০০টি আবাসিক অ্যাপার্টমেন্ট রয়েছে।

ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট রয়টার্সকে জানিয়েছে, এখনও কতজন মানুষ ভবনের ভেতরে থাকতে পারে তার সঠিক সংখ্যা জানা যায়নি।

সরকার জানিয়েছে, দুজন গুরুতর অবস্থায়, পুড়ে যাওয়ার ফলে চিকিৎসাধীনে অাছে, এছাড়া কিছু ফায়ার সার্ভিসেস কর্মীসহ আরও আহত হয়েছে।

আগুনটি ওয়াং ফুক কোর্ট-এ শুরু হয়, যা হংকংয়ের বহু বহুতল আবাসিক কমপ্লেক্সের একটি। তাই পো হংকংয়ের একটি সাবার্বান জেলা, যা চীনের মূল ভূখণ্ডের সীমান্তের কাছে অবস্থিত এবং প্রায় ৩,০০,০০০ জনের বাস।

স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভিবি জানিয়েছে, ওই কমপ্লেক্সে বড় ধরনের সংস্কার কাজ চলছিল। ওয়াং ফুক কোর্ট হল সরকারের সাবসিডাইজড হোম ওনারশিপ স্কিমের অংশ। সম্পত্তির ওয়েবসাইট অনুযায়ী, এটি ১৯৮৩ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।

ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা ২:৫১ পিএম সময় আগুন লাগার খবর পায়।

গত বছর এপ্রিল মাসে হংকংয়ের কোলুন জেলায় একটি ঘনবসতি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছিল।

হংকংয়ের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুনের কারণে তাই পো রোডের একটি সম্পূর্ণ অংশ বন্ধ রাখা হয়েছে। হংকংয়ের দুটি প্রধান হাইওয়ের মধ্যে এটি একটি ।

এনএনবাংলা/