নিউইয়র্ক সিটি হলে দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার ১৭টি ট্রানজিশন কমিটিতে ৪০০ জনেরও বেশি সদস্য নিয়োগ দিয়েছেন। বাংলাদেশি কমিউনিটির জন্য বিশেষ আনন্দের খবর হলো—এ ট্রানজিশন টিমে মোট ১২ জন বাংলাদেশিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বর্তমানে তাদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। বাকী তিনজন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক কিউনি (CUNY)-এর শিক্ষক বলে নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশিদের এই অন্তর্ভুক্তিকে নিউইয়র্কের রাজনীতিতে তাদের সাফল্যের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশিরা বলছেন, “এতদিন আমরা যে সমস্যা মোকাবেলা করেছি, এখন তা সমাধানের দায়িত্ব আমাদের কাঁধে।”
ট্রানজিশন টিমে স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন: নিউইয়র্ক পুলিশের সদ্য সাবেক লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘ভালো’র নির্বাহী প্রধান শাহরিয়ার রহমান, সংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সংগঠক মোহাম্মদ করিম চৌধুরী, নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, ফারিরা আক্তার, আরমান চৌধুরী, তাজিন আজাদ ও সামতলী হক।
মামদানি ট্রানজিশন কমিটিগুলোতে আবাসন, পরিবহন, কমিউনিটি সেফটি, অর্থনৈতিক উন্নয়ন, সরকারি কার্যক্রম, অভিবাসী ন্যায়বিচার ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করবেন। তিনি আরও দুই নতুন কমিটি—ওয়ার্কার জাস্টিস ও কমিউনিটি অর্গানাইজিং চালু করছেন, যা পূর্ববর্তী কোনো মেয়রাল ট্রানজিশনে ছিল না।
ট্রানজিশন টিমে গৃহহীনদের আউটরিচ কর্মী থেকে শুরু করে রিয়েল এস্টেট ডেভেলপার, শ্রম ইউনিয়ন নেতা ও কমিউনিটি অর্গানাইজার—বিভিন্ন পটভূমির মানুষকে একত্রিত করা হয়েছে। মামদানি বলেন, “নিউইয়র্কবাসী আমাদের ওপর বিশাল আশা রেখেছেন। আমরা একটি বাস্তব ও স্পষ্ট ফলাফল দিতে চাই, যা কর্মজীবী মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আনবে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
নাসিরনগরে ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ