November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 26th, 2025, 6:49 pm

ডিজিটাল প্লাটফর্মে কর্মরত মিডিয়াকর্মীদের মিডিয়া ক্যাম্পেইন

ডিজিটাল প্লাটফর্মে কর্মরত মিডিয়া কর্মীদের নিয়ে একদিনের মিডিয়া  ক্যাম্পেইন এর আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি অনুষ্ঠিত হলো।ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সার্বিক সহযোগিতায় খুলনায় মিডিয়া ক্যাম্পেইনে খুলনায় কর্মরত সাংবাদিক অংশগ্রহণ করেন। বুধবার (২৬ শে নভেম্বর) সকাল ১০ টা থেকে দুইটা পর্যন্ত হোটেল এম্বাসিডারের কনফারেন্স রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও দৈনিক প্রবাহের আয়োজনে এবং কোলাবোরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড–৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ) অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে।

জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কালের কণ্ঠ রিপোর্টার কৌশিক দে এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির এর সঞ্চালনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক মোতাহার রহমান বাবু, এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান কার্যনির্বাহী সদস্য মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামান পপলু, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস (বাসস্) এর খুলনা প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক এসএ টিভির খুলনা বিভাগীয় প্রধান রকিবুল ইসলাম মতি, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়ার (সিনিয়র) আনোয়ারুল ইসলাম কাজল, সময় টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আব্দুল্লাহ এম রুবেল। ধ্রুব অ্যালায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক, এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়।

অনুষ্ঠানে সাংবাদিক নেতা দৈনিক খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক মোতাহার রহমান বাবু, মোস্তফা জামান পপলু ডিজিটাল প্লাটফর্মে কর্মরত মিডিয়াকর্মীদের সাংবাদিকদের সুরক্ষা ও মোজো জার্নালিজম এর উপরে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করেন।

এছাড়া বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির পক্ষ থেকে সাংবাদিকরা কিভাবে বিভিন্ন অনুদান পেতে পারে এবং কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন আনিছুর রহমান কবির।

এ সময়ে খুলনার বিভিন্ন গণমাধ্যমের ডিজিটাল প্লাটফর্মে কর্মরত সাংবাদিক, সিডাবলু এফ -এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আরফিন, মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডলসহ কমিউনিটি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।