রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
এর আগে গত রোববার কারাগারে থাকা একমাত্র আসামি—রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। অন্যান্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপন বা আত্মপক্ষ সমর্থন করা সম্ভব হয়নি।
দুদক প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান (লিপন) জানান, তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি— যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছিলেন। অন্যদিকে আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহীনুর রহমান দাবি করেন, দুদক তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এ বছরের জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার সন্তান ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ একাধিক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও রাজউকের সাবেক কর্মকর্তারা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন।
এর মধ্যে তিনটি মামলায় গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ এবং বাকি তিনটিতে বিশেষ জজ আদালত-৪-এর বিচারকরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
প্রথম মামলায় দুদকের উপপরিচালক সালাহউদ্দিন ১৪ জানুয়ারি শেখ হাসিনাসহ আটজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে আরও চারজনকে যুক্ত করে মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। একইভাবে ১২ জানুয়ারি করা আরেক মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলসহ ১৮ জনকে অভিযুক্ত করেন তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া।
অন্যদিকে সজীব ওয়াজেদ জয়ের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ১৪ জানুয়ারি আরেকটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। তদন্তের পর মোট ১৭ জনকে অভিযুক্ত করে ২৪ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, দায়িত্বে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে অযোগ্য হয়েও ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিশ্বে প্রথমবার ১ ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন ব্রাজিলে
দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিলে যাবে প্রসিকিউশন