সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় ৫৬৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুধু রাজধানী নয় — ঢাকার বাইরে, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেটসহ দেশের নানা অঞ্চলে ভর্তি হয়েছেন আক্রান্ত রোগীরা। এর মধ্যে ঢাকা উত্তর সিটির (১২৫), ঢাকা দক্ষিণ সিটির (৮৬) রোগীসহ রাজধানীর বিভিন্ন অংশ রয়েছে।
এই নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত ডেঙ্গুজনিত মৃত্যু হয়েছে ৩৭৭ জনের। গত এক দিনে মৃত্যুবরণকারীদের মধ্যে একজন কিশোরী (১৩), বাকি তিন পুরুষ ও তিন নারী — যাদের বয়স যথাক্রমে ৫৫, ৫৭, ৬৫, ৪০ ও ৫১।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৫৮৮ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন; এবং চলতি বছর ছাড়পত্র পেয়েছেন মোট ৯০,২১৯ জন।
এনএনবাংলা/

আরও পড়ুন
দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিলে যাবে প্রসিকিউশন
২৩ বছর পর দেশে ফিরছেন অভি, বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন